ঢাকা: অননুমোদিত স্থানে বৈদেশিক বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে বাংলাদেশ ব্যাংক।
বুধবার (১৯ মে) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ থেকে একটি সার্কুলার জারি করে সব অনুমোদিত ডিলার ব্যাংকের কাছে পাঠানো হয়েছে।
এতে বলা হয়, কতিপয় অনুমোদিত ডিলার ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগের অনুমতি ছাড়াই সেন্ট্রাল ট্রেড প্রসেসিং সেন্ট্রার বা হাব স্থাপন করে বৈদেশিক লেনদেন কার্যক্রম পরিচালনা করছে।
বৈদেশিক মুদ্রা নীতি বিভাগের অনুমতি ছাড়া কোনো স্থানে বৈদেশিক বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা না করার নির্দেশনা দেওয়া হলো।
বাংলাদেশ সময়: ১৬৫৮ ঘণ্টা, মে ১৯, ২০২১
এসই/এমজেএফ