ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

ব্যাংকিং

ইউনিয়ন ব্যাংকের ৩ কর্মকর্তা প্রত্যাহার, তদন্ত কমিটি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০২১
ইউনিয়ন ব্যাংকের ৩ কর্মকর্তা প্রত্যাহার, তদন্ত কমিটি

ঢাকা: বেসরকারি খাতের ইউনিয়ন ব্যাংকের গুলশান শাখার ভল্টে ১৯ কোটি টাকার হিসাবের গড়মিলের ঘটনায় তিন কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে ঘটনার তদন্তে একটি কমিটি গঠন করেছে ব্যাংক কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) গুলশানে ইউনিয়ন ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হাসান ইকবাল।

তিনি বলেন, ব্যাংকিং লেনদেন সময়ের পরে এক ভিআইপি গ্রাহককে ওই টাকা দেওয়া হয়েছিল। এ ঘটনায় ইউনিয়ন ব্যাংকের তিনজনকে প্রত্যাহার করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের উপস্থিতিতে ব্যাংকের হিসাব সমন্বয় করা হয়েছে।

এর আগে ২০ সেপ্টেম্বর বাংলাদেশ ব্যাংকের একটি পরিদর্শন দল ইউনিয়ন ব্যাংকের গুলশান শাখার ভল্টে ১৯ কোটি টাকা কম পায়।

ইসলামি ধারায় প্রচলিত বেসরকারি খাতের ইউনিয়ন ব্যাংকের যাত্রা শুরু হয়েছে ২০১৩ সালের ১ এপ্রিল।  

বাংলাদেশ সময়: ১৮১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০২১
এসই/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।