ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

ব্যাংকিং

অ্যাপের মাধ্যমে ঋণ পাচ্ছেন পোশাক শ্রমিকরা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৪ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০২১
অ্যাপের মাধ্যমে ঋণ পাচ্ছেন পোশাক শ্রমিকরা

ঢাকা: প্রথমবারের মতো দেশের তৈরি পোশাক শ্রমিকদের জন্য ডিজিটাল ঋণ বিতরণ শুরু করেছে বেসরকারি খাতের প্রাইম ব্যাংক।  

পাইলট প্রকল্পের আওতায় চলতি বছরের সেপ্টেম্বর মাসের শুরুতে অনন্ত জলিলের মালিকানাধীন চারটি পোশাক কারখানার শ্রমিকরা অ্যাপের মাধ্যমে আবেদন ঋণ পেয়েছেন।

এ প্রকল্প সফল হলে পরে দেশের সব পোশাক কারখানার শ্রমিকদের জন্য ঋণ কার্যক্রম চালু করবে প্রাইম ব্যাংক।

এজন্য পোশাক শ্রমিকদের প্রাইম ব্যাংকে অ্যাকাউন্ট খুলে মোবাইল ফোনের অ্যাপস্টোর থেকে প্রাইম অগ্রিম অ্যাপটি ডাউনলোড করে লগইন করতে হবে। লগইন করার সঙ্গে সঙ্গে প্রাইম ব্যাংকের কাছে নোটিফিকেশন যাবে। তারপর প্রাইম ব্যাংক গ্রহীতার ঋণ সক্ষমতা যাচাই করে ঋণ বিতরণ করবে। এজন্য গ্রহীতাদের ব্যাংকে যেতে হবে না। ঘরে বসেই পেয়ে যাবেন ঋণ।  

এ বিষয়ে প্রাইম ব্যাংকের ডিজিটটাল ব্যাংকিং ডিভিশনের সিনিয়র অ্যাসিসটেন্ট ভাইস-প্রেসিডেন্ট মাজিদ উল হক বাংলানিউজকে বলেন, পোশাক শ্রমিকদের বেতন কম। তারা ব্যাংক থেকে সরাসরি ঋণ পান না। আমরা তাদেরই ঋণ দেবো।

সুইসকন্টাক্ট এবং ব্রিটিশ ফিন-টেক আগাম (AGAM) ইন্টারন্যাশনালের সহযোগিতায় ঋণ কার্যক্রম চালু করেছে প্রাইম ব্যাংক।

বাংলাদেশ সময়: ১৫৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০২১
এসই/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।