ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

ব্যাংকিং

৫২ শিক্ষার্থী পেলেন আইবিবির পুরস্কার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৩ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০২১
৫২ শিক্ষার্থী পেলেন আইবিবির পুরস্কার

ঢাকা: ২০১৮-১৯ সালে অনুষ্ঠিত ব্যাংকিং ডিপ্লোমা পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য ৫২ শিক্ষার্থীকে পুরস্কৃত করেছে দি ইনস্টিটিউট অব ব্যাংকার্স বাংলাদেশ (আইবিবি)।

বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম) কার্যালয়ে শনিবার (২৭ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে এ পুরস্কার দেওয়া হয়।

 

অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং আইবিবির প্রেসিডেন্ট ফজলে কবির প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃতি শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।  

এ সময় ৫২ কৃতি শিক্ষার্থীদের মধ্যে তিন জনকে স্বর্ণ পদক, নয় জনকে রৌপ্য পদক এবং ৪০ জনকে নগদ অর্থ দেওয়া হয়।

আইবিবি ১৩তম পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকে ডেপুটি গভর্নর কাজী ছাইদুর রহমান।

অনুষ্ঠানে ইনস্টিটিউটের কাউন্সিলের সদস্যরা, বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীরা, ইনস্টিটিউটের সম্মানিত ফেলোরা এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ ব্যাংক ও ইস্টার্ন ব্যাংক লিমিটেড কর্তৃক স্বর্ণ পদক, বাংলাদেশ ব্যাংক ও সোনালী ব্যাংক লিমিটেড কর্তৃক রৌপ্য পদক এবং বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান কর্তৃক বিষয়ওয়ারি নগদ অর্থ পুরস্কার দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০২১
এসই/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।