ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ব্যাংকিং

নওগাঁয় সোনালী ব্যাংকের চুক্তি স্বাক্ষর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০২ ঘণ্টা, মার্চ ২০, ২০২২
নওগাঁয় সোনালী ব্যাংকের চুক্তি স্বাক্ষর

নওগাঁ: ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের অংশ হিসেবে অনলাইন সেবার মাধ্যমে স্কুল, কলেজ ও মাদরাসার শিক্ষার্থীদের ফ্রি চার্জ আদায় করার লক্ষে সোনালী ব্যাংক লিমিটেডের সঙ্গে নওগাঁর ৩১টি শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২০ মার্চ) সকালের দিকে জেলা সদর উপজেলা অডিটোরিয়াম হল কক্ষে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনালী ব্যাংক পরিচালনা পরিষদের চেয়ারম্যান জিয়াউল হাসান সিদ্দিকী।  



এ সময় নওগাঁ-২ আসনের সংসদ সদস্য মো. শহীদুজ্জামান সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সিহাব রায়হান, সদর উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক, জেলা শিক্ষা অফিসার লুৎফর রহমান।

এছাড়াও সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ের জেনারেল ম্যানেজার সুবাস চন্দ্র দাস, রাজশাহী কার্যালয়ের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. শাহাদাত হোসেন, মো. মোস্তফা আলী সিদ্দিকী, নওগাঁ প্রিন্সিপাল অফিসের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার মো. আহসান রেজা, রাজশাহী অফিসের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার মোরশেদ ইমাম, প্রধান কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) জহিরুল ইসলাম, আল-মামুন, সোনালী ব্যাংক নওগাঁ শাখার ম্যানেজার হাফিজার রহমানসহ নওগাঁর ১০০টির বেশি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।  

পরে নওগাঁ জেলা স্কুলে, স্কুল ব্যাংকিং-ডে উদযাপন করে শিক্ষার্থীদের হিসাব খোলা হয়।  

বাংলাদেশ সময়: ১২০০ ঘণ্টা, মার্চ ২০, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।