ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিএনপি

ইসিতে যাচ্ছে বিএনপির প্রতিনিধি দল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৮ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৬
ইসিতে যাচ্ছে বিএনপির প্রতিনিধি দল

ঢাকা: চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচনের দ্বিতীয় দফার ভোটগ্রহণে ব্যাপক অনিয়ম, সহিংসতা ও ভোট কারচুপির ব্যাপারে অভিযোগ দিতে বৃহস্পতিবার (মার্চ ৩১) দুপুরে নির্বাচন কমিশনে (ইসি) যাচ্ছেন বিএনপির প্রতিনিধি দল।

 

বিএনপির যুগ্ম মহাসচিব মো. শাহজাহান, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ক্যাপ্টেন সুজাউদ্দিন এবং বিএনপির সহ প্রচার সম্পাদক ইমরান সালেহ প্রিন্স দুপুর দুইটার দিকে ইসিতে যাবেন বলে বাংলানিউজকে নিশ্চিত করেন বিএনপির মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান।

এ সময় তারা প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে সাক্ষাৎ করবেন। যদিও এখনও তার সঙ্গে সাক্ষাতের অনুমতি পায়নি বিএনপির প্রতিনিধি দল।
 
শায়রুল কবির খান এ ব্যাপারে বলেন, আমরা সিইসির অ্যাপয়েন্টমেন্ট চেয়েছিলাম। কিন্তু অ্যাপয়েন্টমেন্ট পাইনি। তারপরও প্রতিনিধি দল ইসিতে যাবে।

বাংলাদেশ সময়: ১২৪৬ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৬
ইইউডি/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।