ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিএনপি

আশুলিয়ায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৬ ঘণ্টা, এপ্রিল ২, ২০১৬
আশুলিয়ায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

আশুলিয়া (ঢাকা): বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নামে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে সাভারের আশুলিয়ায় বিক্ষোভ মিছিল করেছেন স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।

শনিবার (০২ এপ্রিল) সকালে ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুর রহমান বাবুলের নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল বের করা হয়।

মিছিলটি ঢাকা-আরিচা মহাসড়কের আশুলিয়ার বিশমাইল থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।

এ সময় স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা অবিলম্বে খালেদা জিয়ার নামে গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহারের জন্য সরকারের কাছে দাবি জানান।

বিভিন্ন সময়ে তাদের নেতাকর্মীদের নামে হামলা-মামলার প্রতিবাদও জানান তারা।

বাংলাদেশ সময়: ০৯০২ ঘণ্টা, এপ্রিল ০২, ২০১৬
টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।