ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিএনপি

পদ ছাড়লেন ফখরুল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১২ ঘণ্টা, এপ্রিল ২, ২০১৬
পদ ছাড়লেন ফখরুল

ঢাকা: দলের গঠনতন্ত্রে নতুন সংযোজিত বিধান ‘এক নেতার এক পদ’ মেনে নিয়ে কৃষক দলের ভারপ্রাপ্ত সভাপতি ও ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতির পদ ছেড়ে দিলেন বিএনপির নব নির্বাচিত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

 

 
মহাসচিব নির্বাচিত হওয়ার দুই দিন পর শনিবার (২ এপ্রিল) দলের চেয়ারপারসন খালেদা জিয়ার কাছে পদত্যাগপত্র পাঠান তিনি।


 
পদত্যাগপত্র গৃহীত হলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কেবল মাত্র বিএনপির মহাসচিব পদটিতেই থাকবেন। কৃষকদল ও ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি পদে দেখা যাবে নতুন দু‘জনকে।
 
এ প্রসঙ্গে জানতে চাইলে কৃষক দলের সাধারণ সম্পাদক বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু শনিবার (০২ এপ্রিল) রাতে বাংলানিউজকে বলেন, মহাসচিব নির্বাচিত হওয়ার পরই উনি ঘোষণা দিয়েছিলেন অন্য পদ দু’টি ছেড়ে দেবেন। আজ উনি দলের চেয়ারপারসনের কাছে পদত্যাগ পত্র পাঠিয়েছেন।
 
দলের গঠনন্ত্রে ‘এক নেতার এক পদ’ বিধান সংযোজিত হওয়ায় এখন আর কেউ একাধিক পদে থাকতে পারবেন না। মহাসচিবকে দিয়ে এটি শুরু হলো। আমরা শিগগিরই কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সভা ডেকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব কোনো একজনকে দিয়ে দেব- বলেন শামসুজ্জামান দুদু।
 
প্রসঙ্গত, ষষ্ঠ জাতীয় কাউন্সিলের আগ পর্যন্ত বিএনপির একজন নেতা একাধিক পদে অধিষ্ঠিত থাকতে পারতেন। ফলে দলের গুরুত্বপূর্ণ পদগুলো মুষ্টিমেয় কয়েকজন নেতার হাতে ন্যাস্ত থাকতো।
 
কিন্তু এবারের কাউন্সিলের আগে বিএনপির চেয়ারপারসন সাফ জানিয়ে দেন দলের কোনো নেতা একাধিক পদ ধারণ করতে পারবে না। এতে করে বেশি সংখ্যক লোকের নেতৃত্ব বণ্টন করার সুযোগ সৃষ্টি হবে।
 
খালেদা জিয়ার এই অবস্থান নিয়ে কোনো কোনো নেতা দ্বিমত পোষণ করলেও শেষ পর্যন্ত ষষ্ঠ জাতীয় কাউন্সিলে ‘এক নেতার এক পদ’ বিধানটি বিএনপির গঠনতন্ত্রে সংযোজিত হয়।
 
নতুন এই বিধান নিয় দলের সেকেন্ডম্যান মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দিয়ে বাস্তবায়ন হলো। গত ৫ বছর ধরে একই সাথে দলের ভারপ্রাপ্ত মহাসচিব, কৃষক দলের ভারপ্রাপ্ত সভাপতি ও ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতির পদ আকড়ে ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
 
বাংলাদেশ সময়: ২৩১১ ঘণ্টা, এপ্রিল ০২, ২০১৬
এজেড/এমজেএফ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।