ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিএনপি

ময়মনসিংহে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৪ ঘণ্টা, এপ্রিল ৩, ২০১৬
ময়মনসিংহে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ময়মনসিংহ : বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে ময়মনসিংহে বিক্ষোভ মিছিল করেছে জেলা ছাত্রদল।

 

রোববার (০৩ এপ্রিল) দুপুরে নগরীর সানকিপাড়া রেলক্রসিং এলাকা থেকে এ বিক্ষোেভ মিছিলটি শুরু হয়।

মিছিলটি বিভিন্ন এলাকা ঘুরে ফুলবাড়িয়া বাসস্ট্যান্ড এলাকায় সমাবেশ করে।

জেলা ছাত্রদলের জ্যেষ্ঠ সহ-সভাপতি তানভীরুল ইসলাম টুটুল এ বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন।

এ সময় জেলা ছাত্রদল নেতা সুমন, মতিউর রহমান, রাজু, রতন, সালাউদ্দিন, হাসান টুটুল, রাশেদুল হক ও আকাশ প্রমুখ উপস্থিত ছিলেন।

এদিকে, জেলা ছাত্রদল নেতা শামসুল ইসলাম রাসেলের উদ্যোগে ময়মনসিংহ মহানগর ছাত্রদল সানকিপাড়া এলাকা থেকে জিলা স্কুল মোড় পর্যন্ত একই ইস্যুতে বিক্ষোভ মিছিল করে।

এ সময় ছাত্রদল নেতা আলী হায়দার খান রানা, গোলাম মোস্তফা বাবু, মীর আখতারুজ্জামান, মির্জা মেহেদী হাসান রাসেল, তাপস প্রমুখ উপস্থিত ছিলেন।

ছাত্রদল নেতা রাকিব হাসানের নেতৃত্বে আনন্দমোহন বিশ্ববিদ্যালয় কলেজের বাইরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ১৭০৭ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০১৬
পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।