ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিএনপি

বিএনপির এ্যানীর জামিন বহাল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৩ ঘণ্টা, এপ্রিল ৪, ২০১৬
বিএনপির এ্যানীর জামিন বহাল

ঢাকা: অবৈধ সম্পদ অর্জনের মামলায় বিএনপি নেতা শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীকে হাইকোর্টের দেওয়া জামিন আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ।
 
দুদকের আবেদন খারিজ করে দিয়ে সোমবার (০৪ এপ্রিল) এ আদেশ দেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বেঞ্চ।


 
আদালতে এ্যানীর পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন। সঙ্গে ছিলেন অ্যাডভোকেট সগীর হোসেন লিওন।
 
দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান।
 
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ২০১৫ সালের ১০ অক্টোবর দুর্নীতি দমন কমিশন (দুদক) রমনা থানায় এ্যানীর বিরুদ্ধে মামলা করে।  
 
এতে অভিযোগ করা হয়,  দুদকে দাখিলকৃত সম্পদ বিবরণীতে এ্যানী ১৩ লাখ ১৩ হাজার ৯৪০ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন।
 
এছাড়া দুদকের অনুসন্ধানে তার বিরুদ্ধে মোট ১ কোটি ৪০ লাখ ৪২ হাজার ৬৭০ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের প্রমাণ পাওয়া গেছে।

এ মামলায় হাইকোর্ট ১৫ মার্চ তার জামিন মঞ্জুর করেন। এর বিরুদ্ধে দুদক  আপিলে গেলে সোমবার আবেদন খারিজ করে দেন আপিল বিভাগ

বাংলাদেশ সময়: ১০৫৮ ঘণ্টা, এপ্রিল ০৪,২০১৬    
ইএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।