ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিএনপি

আশুলিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১১ ঘণ্টা, এপ্রিল ৪, ২০১৬
আশুলিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আশুলিয়া (ঢাকা) : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে আশুলিয়ায় বিক্ষোভ মিছিল করেছে দলের নেতাকর্মীরা।

সোমবার (০৪ এপ্রিল) সকালে আশুলিয়ার বেরণ এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়।



বিক্ষোভ মিছিলে অংশ নেন, আশুলিয়া থানার স্বেচ্ছাসেবকদলের সভাপতি শরীফুল আলম, সাধারণ সম্পাদক জিল্লু রহমান, সাংগঠনিক সম্পাদক আবু হানিফ, বিএনপির ধামসোনা ইউনিয়নের সহ সভাপতি বাবুল আহমেদ প্রমুখ।

মিছিলটি এলাকার বিভিন্ন সড়ক ঘুরে বাইপাইল আবদুল্লাপুর মহাসড়কের জামগড়া এলাকা এসে শেষ হয়। এসময় নেতাকর্মীরা খালেদা জিয়ার বিরুদ্ধে ‘মিথ্যা মামলা’ প্রত্যাহার ও গ্রেফতারি পরোয়ানা বাতিলের জোর দাবি জানান।

অন্যথায়, কঠোর আন্দোলন করে তোলা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।

বাংলাদেশ সময়: ১১০৫ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০১৬
পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।