ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিএনপি

খুলনায় বিএনপির বিক্ষোভ সমাবেশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৭ ঘণ্টা, এপ্রিল ৪, ২০১৬
খুলনায় বিএনপির বিক্ষোভ সমাবেশ

খুলনা: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে খুলনায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার (০৪ এপ্রিল) বিকেলে নগরীর কেডি ঘোষ রোডস্থ কার্যালয়ের সামনে দেশব্যাপী প্রতিবাদ কর্মসূচির অংশ হিসেবে এ সমাবেশ করে খুলনা মহানগর বিএনপি।

সমাবেশে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু।

এ সময় বক্তৃতা করেন বিএনপি নেতা কাজী সেকেন্দার আলী ডালিম, অ্যাডভোকেট গাজী আব্দুল বারী, মীর কায়সেদ আলী, শেখ মোশাররফ হোসেন, সিরাজুল ইসলাম মেঝভাই, রেহানা ঈসা, ফখরুল আলম, অধ্যক্ষ তারিকুল ইসলাম, অ্যাডভোকেট ফজলে হালিম লিটন, শেখ আমজাদ হোসেন, আরিফুজ্জামান অপু, মনিরুজ্জামান মন্টু, শেখ আব্দুর রশিদ, সিরাজুল হক নান্নু, শেখ হাফিজুর রহমান হাফিজ, আসাদুজ্জামান মুরাদ, আবু হোসেন বাবু, এস এম আরিফুর রহমান মিঠু, মোল্লা খায়রুল ইসলাম, শফিকুল আলম তুহিন, মেহেদী হাসান দিপু, শের আলম সান্টু, আজিজুল হাসান দুলু, মজিবর রহমান, আজিজা খানম এলিজা, কামরান হাসান, এস এম কামাল হোসেন প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, খালেদাকে গ্রেফতার করলে তার পরিণাম হবে ভয়াবহ। গণতান্ত্রিক আন্দোলনে নেত্রীর বিরুদ্ধে মিথ্যা মামলায় গ্রেফতারি পরোয়ানা জনগণ মেনে নেবে না। তাকে গ্রেফতার করলে সরকারের পতন তরান্বিত হবে।
 
বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা,  এপ্রিল ০৪, ২০১৬
এমআরএম/এমজেএফ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।