ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিএনপি

ইউপি নির্বাচন বর্জন করবে না বিএনপি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩০ ঘণ্টা, এপ্রিল ৪, ২০১৬
ইউপি নির্বাচন বর্জন করবে না বিএনপি

ঢাকা: চলমান ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বিএনপি শেষ পর্যন্ত থাকবে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

 

সোমবার (০৪ এপ্রিল) রাতে দলের চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে ২০ দলীয় জোট নেতাদের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা জানান।

বৈঠকে সভাপতিত্ব করেন ২০ দলীয় জোট নেত্রী খালেদা জিয়া।

ফখরুল বলেন, নির্বাচন বর্জন না করলেও ইউনিয়ন পরিষদের পরবর্তী প্রতিটি ধাপের পর নির্বাচন পর্যালোচনা করবে বিএনপি।

এর আগে রাত ৯টা ২০ মিনিটে চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।

তিনি বলেন, ‘আমরা গণতন্ত্রের স্বার্থে এবং গণতান্ত্রিক আন্দোলনের চলমান প্রক্রিয়ার অংশ হিসেবে এ নির্বাচনে অংশ নিয়েছি। নির্বাচনে আমরা এখনো আছি। শেষ পর্যন্ত থাকবো। পরবর্তী ধাপগুলোর প্রতিটি পর্যালোচনা করব। ’

বিএনপি আশা করে দেশবাসী সাহসী ভূমিকা পালন করে পছন্দের প্রার্থীকে ভোট দেবে এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরপেক্ষ ভূমিকা পালন করবে, যোগ করেন তিনি।

বাংলাদেশ সময়: ২৩২৫ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০১৬
এটি/

** ২০ দলীয় জোটের বৈঠক শুরু
** খালেদার সঙ্গে ২০ দলীয় জোটের বৈঠক রাত সাড়ে ৮টায়

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।