ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিএনপি

শেরপুরের ১০ ইউপিতে বিএনপির প্রার্থীদের নাম ঘোষণা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৯ ঘণ্টা, এপ্রিল ৬, ২০১৬
শেরপুরের ১০ ইউপিতে বিএনপির প্রার্থীদের নাম ঘোষণা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়া: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে (ইউপি) বগুড়ার শেরপুর উপজেলার ১০টি ইউনিয়নে বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে।  

 বুধবার (৬ এপ্রিল) দুপুরে শহরের বাসস্টান্ড এলাকায় দলের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ নাম ঘোষণা করা হয়।

জেলা বিএনপির উপদেষ্টা ও উপজেলা বিএনপির আহ্বায়ক জানে আলম খোকার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য কেএম মাহবুবার রহমান হারেজ, উপজেলা বিএনপির নেতা পিয়ার হোসেন পিয়ার, শহিদুল ইসলাম বাবলু, বিএইচএম কামরুজ্জামান রাফু, হাসানুল মারুফ শিমুল, মাহবুবুল আলম হিরু, সালমা ইসলাম শেফা, রফিকুল ইসলাম মিন্টু, মীর্জা নজরুল ইসলাম প্রমুখ।

পরে জানে আলম খোকা উপজেলার ১০টি ইউনিয়নে বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা করেন।
 
প্রার্থীরা হলেন- কুসুম্বী ইউনিয়নে শাহ আলম পান্না, গাড়ীদহ ইউনিয়নে আব্দুল খালেক, খামারকান্দি ইউনিয়নে ফজলুল হক সরকার দুদু, খানপুর ইউনিয়নে পিয়ার উদ্দিন, মির্জাপুর ইউনিয়নে মোস্তাফিজার রহমান মোস্তাক, বিশালপুর ইউনিয়নে আলী আহমদ, ভবানীপুর ইউনিয়নে জিএম মোস্তফা, সুঘাট ইউনিয়নে হুমায়ুন কবির বিপ্লব, সীমাবাড়ী ইউনিয়নে আফতাব হোসেন তালুকদার ও শাহবন্দেগী ইউনিয়নে আব্দুর রহমান।
 
বাংলাদেশ সময়: ১৬৪১ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০১৬
এমবিএইচ/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।