ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিএনপি

গাবতলীতে সহিংসতার ঘটনায় বিএনপির ৫ কর্মী আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৯ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৬
গাবতলীতে সহিংসতার ঘটনায় বিএনপির ৫ কর্মী আটক

বগুড়া: বগুড়ার গাবতলী উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচন (ইউপি) পরবর্তী সহিংসতার ঘটনায় বিএনপির পাঁচ কর্মীকে আটক করেছে পুলিশ।

 

রোববার (১০ এপ্রিল) গাবতলী মডেল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সুজা বাংলানিউজকে এ তথ্য জানান।

এর আগে শনিবার (০৯ এপ্রিল) দিনগত মধ্যরাতে উপজেলার রামেশ্বরপুর ও আশেপাশের এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
 
আটকেরা হলেন- উপজেলার রামেশ্বরপুর গ্রামের বাবলুর ছেলে আব্দুল বারী (৩০), সোলায়মান আলীর ছেলে মামুনুর রশীদ (২১), নুরুর ছেলে শফিকুল ইসলাম (২৫), আবুল হোসেনের ছেলে দৌলত (৫০) ও বাঁশকান্দি গ্রামের সোনা মিয়ার ছেলে সাবলু (২০)।
 
গত ৩১ মার্চ অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচন (ইউপি) নিয়ে শনিবার (০৯ এপ্রিল) বিকেলে বিএনপি ও আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুই পুলিশ কনস্টেবলসহ উভয় পক্ষের ১২ জন আহত হন। এ সময় পাঁচটি দোকান ও ১০টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়।

বাংলাদেশ সময়: ১৩৪৩ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৬
টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।