ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিএনপি

মেহেরপুরের সাবেক এমপি মাসুদ অরুণ গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৪ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৬
মেহেরপুরের সাবেক এমপি মাসুদ অরুণ গ্রেফতার

মেহেরপুর: বিএনপির জাতীয় কমিটির নির্বাহী সদস্য ও মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য মাসুদ অরুণকে গ্রেফতার করেছে মেহেরপুর সদর থানা পুলিশ।

 

সোমবার (১১ এপ্রিল) ভোরে মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরীর নেতৃত্বে পুলিশের একটি দল মেহেরপুর শহরের কাসারীপাড়া এলাকার তার বাড়িতে অভিযান চালিয়ে গ্রেফতার করে।

গ্রেফতার মাসুদ অরুণ মেহেরপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক এমপি আহমেদ আলীর ছেলে।

মেহেরপুর পুলিশ সুপার বাংলানিউজকে এ তথ্য জানান।

এসপি হামিদুল আলম বাংলানিউজকে জানান, ২০১৪ সালে নির্বাচন পূর্ব সময়ে সরকারবিরোধী আন্দোলনে হরতাল-অবরোধের সময় গাছ কেটে সড়ক অবরোধ ও জ্বালাও-পোড়াও মামলায় তার বিরুদ্ধে আদালতের গ্রেফতারি পরোয়ানা রয়েছে।

মাসুদ অরুণকে আদালতের মাধ্যমে মেহেরপুর জেল হাজতে প্রেরণের প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ০৮০৮ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।