ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

বিএনপি

গাজীপুর সিটি মেয়র মান্নান ফের গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২৪ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১৬
গাজীপুর সিটি মেয়র মান্নান ফের গ্রেফতার

গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের মেয়র এমএ মান্নান ফের গ্রেফতার হয়েছেন। শুক্রবার (১৫ এপ্রিল) বিকেলে জেলার কালিয়াকৈর উপজেলার ভান্নারা এলাকা থেকে তাকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ।

 

নাম প্রকাশে অনিচ্ছুক গাজীপুর গোয়েন্দা পুলিশের এক কর্মকর্তা জানান, চান্দনা চৌরাস্তা এলাকার একটি পুরনো মামলায় তাকে শুক্রবার বিকেল সাড়ে পাঁচটার দিকে গ্রেফতার করা হয়েছে।

 

মেয়র এমএ মান্নানের পরিবার সূত্রে জানা গেছে, দুপুরে তিনি গাজীপুরের সালনা এলাকায় জুমার নামাজ আদায় করেন। নামাজ শেষে বিকেলে সালনা এলাকায় তার বাড়ি থেকে কালিয়াকৈর হয়ে ঢাকায় যাচ্ছিলেন। পথে কালিয়াকৈর উপজেলার ভান্নারা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।

তবে জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার রেজাউল হাসান জানান, শুক্রবার রাত ১০টার দিকে মেয়র মান্নানকে নাশকতার মামলায় গ্রেফতার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২৩২২ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১৬
এমআইএইচ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।