ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

বিএনপি

শফিক রেহমানকে নিয়ে গেছে ‘ডিবি’, দাবি পরিবারের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৫ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৬
শফিক রেহমানকে নিয়ে গেছে ‘ডিবি’, দাবি পরিবারের

ঢাকা: বিশিষ্ট সাংবাদিক শফিক রেহমানকে আটক করে নিয়ে যাওয়া হয়েছে বলে দাবি করেছে তার পরিবার। তিনি বিএনপির নীতি নির্ধারক পর্যায়ের একজন বুদ্ধিজীবী হিসেবে পরিচিত।



শফিক রেহমানের স্ত্রী তালেয়া রেহমানের বরাত দিয়ে বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান জানিয়েছেন, সাদা পোশাকের কয়েকজন শনিবার (১৬ এপ্রিল) সকাল ৮টার দিকে ত‍াকে তার ইস্কাটনের বাসা থেকে নিয়ে যায়।

পরে এক ফেসবুক স্ট্যাটাসে বিএনপি চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খানও একই দাবি করেন।

তবে এ ব্যাপারে জানতে চাওয়া হলে রমনা থানার ওসি তদন্ত আলী হোসেন এরকম কোনো ঘটনার কথা অস্বীকার করেন।

বাংলাদেশ সময়: ০৯৫৪ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৬

জেডএম/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।