ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিএনপি

সিনিয়র নেতাদের সঙ্গে খালেদার বৈঠক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২৯ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৬
সিনিয়র নেতাদের সঙ্গে খালেদার বৈঠক

ঢাকা: দলের সিনিয়র নেতাদের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।

মঙ্গলবার (১৯ এপ্রিল) রাত সাড়ে ৯টায় গুলশানে তার রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়ে রাত ১১টায় শেষ হয়।

খালেদা জিয়ার সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন- বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিদায়ী কমিটির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমিরউদ্দীন সরকার, ড. আব্দুল মঈন খান, ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ, নজরুল ইসলাম খান, মির্জা আব্বাস, বিদায়ী কমিটির ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন, আব্দুল্লাহ আল নোমান, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, সেলিমা রহমান, চৌধুরী কামাল ইবনে ইউসুফ, চেয়ারপারসনের উপদেষ্টা আমির খসরু মাহমুদ চৌধুরী, ইনাম আহমেদ চৌধুরী, অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, ড. ওসমান ফারুক, ব্যারিস্টার শাহজাহান ওমর বীরউত্তম, ডা. এ জেড এম জাহিদ হোসেন, অ্যাডভোকেট জয়নাল আবেদিন, বিদায়ী কমিটির যুগ্ম মহাসচিব মোহাম্মদ শাহজাহান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, মজিবুর রহমান সারোয়ার, মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ প্রমুখ।
 
বৈঠক সূত্রে জানা গেছে, বিএনপিপন্থী সাংবাদিক শফিক রেহমানকে গ্রেফতার ও রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ এবং বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা গাজীপুর সিটি করপোরেশনের মেয়র এম এ মান্নানকে ফের গ্রেফতারের প্রেক্ষিতে দলের করণীয় বিষয় নিয়ে সিনিয়র নেতাদের সঙ্গে আলোচনা করেছেন খালেদা জিয়া।

বাংলাদেশ সময়: ২৩২৩ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৬
এজেড/কেআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।