ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিএনপি

শ্রমিক দলের সমাবেশ শুরু

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৯ ঘণ্টা, মে ১, ২০১৬
শ্রমিক দলের সমাবেশ শুরু ছবি: জিএম মুজিবুর-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: কোরআন তেলাওয়াতের মধ্যদিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় শ্রমিকদল আয়োজিত মে দিবসের সমাবেশ শুরু হয়েছে।

রোববার (০১ মে) বেলা ১টা ৩৫ মিনিটে সমাবেশ শুরু হয়।

এতে কোরআন তেলাওয়াত করেন ওলামা দলের সাধারণ সম্পাদক মাওলানা শাহ মো. নেছারুল হক।

সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির বিদায়ী সদস্য নজরুল ইসলাম খান, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালামসহ শ্রমিক দলের নেতাকর্মীরা উপস্থিত রয়েছেন।

এর আগে দুপুর থেকেই সমাবেশস্থলে ঢাকাসহ এর আশপাশের নেতাকর্মীরা বিভিন্ন ধরনের ব্যানার ফেস্টুন নিয়ে সমাবেশস্থলে হাজির হচ্ছেন।

এতে প্রধান ‍অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। তিনি বেলা সাড়ে ৩টায় তিনি সমাবেশস্থলে উপস্থিত হবেন বলে দলীয় সূত্র জানিয়েছে।

সমাবেশে সভাপতিত্ব করবেন শ্রমিকদল সভাপতি আনোয়ার হোসেন।  

বাংলাদেশ সময়: ১৩৫৪ ঘণ্টা, মে ০১, ২০১৬
এমএম/বিএস

**সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।