ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

বিএনপি

শৃঙ্খলা ভাঙার অভিযোগে বিএনপি’র ২ নেতাকে বহিষ্কার

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪১ ঘণ্টা, মে ১, ২০১৬
শৃঙ্খলা ভাঙার অভিযোগে বিএনপি’র ২ নেতাকে বহিষ্কার

ঢাকা: দলের শৃঙ্খলা ভাঙা এবং দলের স্বার্থ বিরোধী কাজে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগ পাওয়ায় নড়াইলের লোহাগড়া উপজেলার দুই নেতাকে বহিষ্কার করেছে বিএনপি।

রোববার (পহেলা মে) দলের যুগ্ম মহাসচিব (দফতরের দায়িত্বপ্রাপ্ত) অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বহিষ্কার হওয়া নেতারা হলেন লোহাগড়া উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক টিপু সুলতান এবং একই উপজেলার দিঘলিয়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি ইউছুফ আলী।

বিএনপি’র  প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে তাদের বহিষ্কার করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, মে ০১, ২০১৬
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।