ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিএনপি

অধিকার আদায়ে মাঠে নামার আহ্বান খালেদার

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৮ ঘণ্টা, মে ১, ২০১৬
অধিকার আদায়ে মাঠে নামার আহ্বান খালেদার ছবি: জিএম মুজিবুর-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: মহান মে দিবসে বিশ্বের শ্রমজীবী মানুষকে অভিনন্দন জানিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, মে দিবস রক্ত দিয়ে অধিকার আদায়ের ইতিহাস। তাই মে দিবসের শিক্ষা নিয়ে আমাদের অধিকার আদায় করতে হবে।

এ জন্য বর্তমান ‘অবৈধ’ সরকারের বিরুদ্ধে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান তিনি।

রোববার (০১ মে) বিকেলে সোহরাওয়াদী উদ্যানে মে দিবস উপলক্ষে আয়োজিত শ্রমিকদলের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে খালেদা জিয়া এ আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ১৭১৭ ঘণ্টা, মে ০১, ২০১৬

এমএম/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।