ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিএনপি

রাজশাহীতে সাবেক এমপির মৃত্যুতে খালেদার শোক

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০০ ঘণ্টা, মে ১, ২০১৬
রাজশাহীতে সাবেক এমপির মৃত্যুতে খালেদার শোক

ঢাকা: রাজশাহীর বাঘা-চারঘাট আসনের সাবেক এমপি ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য আজিজুর রহমানের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন দলটির চেয়ারপারসন খালেদা জিয়া।

রোববার (০১ মে) সংবাদ মাধ্যমে পাঠানো এক বাণীতে এ শোক জানান তিনি।

খালেদা জিয়া বলেন, ‘মরহুম আজিজুর রহমান দেশে একজন জনপ্রিয় রাজনীতিবিদ হিসেবে অত্যন্ত সুপরিচিত ছিলেন। রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নীতি ও আদর্শের বলিষ্ঠ অনুসারী মরহুম আজিজুর রহমান রাজশাহীর নেতাকর্মীদের মধ্যে ছিলেন অত্যন্ত জনপ্রিয়।

‘বিএনপিকে সুসংগঠিত ও শক্তিশালী করতে এলাকায় মরহুম আজিজুর রহমান নিবেদিতপ্রাণ হয়ে কাজ করে গেছেন। একজন অভিজ্ঞ পার্লামেন্টারিয়ান হিসেবেও তিনি দক্ষতার স্বাক্ষর রেখেছেন। ’

‘আমি মরহুম আজিজুর রহমানের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি এবং শোকার্ত পরিবার, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি,’ বলেন খালেদা জিয়া।

এর আগে সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আজিজুর রহমান।

বাংলাদেশ সময়: ১৬৫২ ঘণ্টা,এম ০১, ২০১৬
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।