ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিএনপি

সিলেটে ছাত্রদল নেতা গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৫ ঘণ্টা, মে ৩, ২০১৬
সিলেটে ছাত্রদল নেতা গ্রেফতার

সিলেট: সিলেট জেলা ছাত্রদল নেতা ও ইলিয়াস মুক্তি ছাত্র সংগ্রাম পরিষদের যুগ্ম আহ্বায়ক আব্দুল কাইয়ুমকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (০৩ মে) বিকেল ৩টার দিকে বিশ্বনাথ উপজেলা সদরে ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণার সময় তাকে গ্রেফতার করা হয়।

বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হাই বাংলানিউজকে বলেন, ভাঙচুরের একটি অভিযোগে তাকে (কাইয়ূম) গ্রেফতার করা হয়েছে।

জেলা বিএনপি নেতা আবদুল আহাদ খান জামাল বাংলানিউজকে বলেন, নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়া থেকে বিরত রাখতে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ভয়ভীতি ও আতঙ্ক ছড়াতে কাইয়ুমকে ধরা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৩৬ ঘণ্টা, মে ০৩, ২০১৬
এনইউ/ওএইচ/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।