ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

বিএনপি

‘জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০১ ঘণ্টা, মে ৯, ২০১৬
‘জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে’ ছবি: বাংলানিউজটোয়েটিফোর.কম

ঢাকা: বাংলাদেশে বর্তমানে ভিন্নপথ ও ভিন্নমতের কোনো সুযোগ নেই। এমনকি সামাজিক অধিকারের পাশাপাশি ভোটাধিকারও কেড়ে নেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক বাণিজ্যমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষে ‘স্বাধীনতার চেতনায় রবীন্দ্রনাথ’ বিষয়ক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

সোমবার (০৯ মে) সকালে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে সাংবিধানিক অধিকার ফোরাম এ আলোচনা সভার আয়োজন করে।

আমির খসরু বলেন, ‘বর্তমানে ভিন্নপথ ও ভিন্নমত অবলম্বন করলেই দমন নিপীড়ন চালানো হচ্ছে। অথচ রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের এমন দীক্ষা দেননি। সামাজিক, পারিবারিক ও রাজনৈতিকভাবে কবি গুরুর প্রভাবে বড় হয়েছি। কবিগুরু বিশ্বের সব মানুষের হৃদয় স্পর্শ করতে পেরেছেন। ’

তিনি বলেন, কবিগুরু শুধু একজন কবি নয়, তিনি মানব জীবনের সব অংশে স্পর্শ করে গেছেন। রবীন্দ্রনাথ ঠাকুর শুধু আমাদের নয়, তিনি জাপানিদের হৃদয়ও স্পর্শ করেছেন। সারা বিশ্বে রবীন্দ্রনাথ বাঙালি জাতিকে পরিচিতি করে দিয়েছেন। ’

আলোচনা সভায় পশ্চিমবঙ্গের নাট্যকার কাবেলী বসু বলেন, নারী মুক্তির জন্য রবীন্দ্রনাথ  ঠাকুর শক্তি দিয়েছেন। ‘নারী মুক্তি ছাড়া পুরুষ মুক্তি পাবে না’ এই বাণী কবিগুরু শত বছর আগেই বলে গেছেন। বর্তমানে নারী মুক্তির জন্য তার মতো করে কেউ চিন্তা করেন না। রান্না ঘর ছাড়াও নারীর জন্য বাইরের একটা বিশাল জগৎ আছে, এটা তিনিই বলে গেছেন। ’

তিনি বলেন, বর্তমানে আমরা নারী পুরুষের ভেদাভেদ করছি। কিন্তু রবীন্দ্রনাথ নারী-পুরুষকে এক কাতারে রেখে গেছেন কোনো বৈষম্য সৃষ্টি করেননি। ’

ফোরামের সভাপতি সাবেক সচিব সৈয়দ মার্গুব মোর্শেদের সভাপতিত্বে আলোচনা সভায় অংশ নেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষক মেজবাহ কামাল, ফোরামের সাধারণ সম্পাদক সুরঞ্জন ঘোষ, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কেএম রকিবুল ইসলাম রিপন প্রমুখ।
 
বাংলাদেশ সময়: ১৩৪৬ ঘণ্টা, মে ০৯, ২০১৬
এমআইএস/আরআইইউ/পিসি

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।