ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

বিএনপি

বগুড়ায় সাজাপ্রাপ্ত বিএনপি নেতা গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৭ ঘণ্টা, মে ১০, ২০১৬
বগুড়ায় সাজাপ্রাপ্ত বিএনপি নেতা গ্রেফতার

বগুড়া: বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় অভিযান চালিয়ে পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক বাবুকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। তিনি দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি।


 
বাবু উপজেলা সদরের শমসের আলীর ছেলে। সোমবার (৯ মে) মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেফতার করে। পরে দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।
 
মঙ্গলবার (১০ মে) বেলা ১২টার দিকে নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান শামীম ইকবাল বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতার বিএনপির এ নেতার নামে অর্থ আত্মসাৎ ও প্রতারণার মামলা রয়েছে। সেই মামলায় তার দুই বছরের সাজা হয়।
 
বাংলাদেশ সময়: ১৩০৩ ঘণ্টা, মে ১০, ২০১৬
এমবিএইচ/এএ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।