ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

বিএনপি

রাজনগরে বিএনপি নেতার ‍গুলিতে আহত ৬

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০১ ঘণ্টা, মে ১০, ২০১৬
রাজনগরে বিএনপি নেতার ‍গুলিতে আহত ৬

মৌলভীবাজার: মৌলভীবাজারের রাজনগর উপজেলায় ইউনিয়ন বিএনপির এক নেতার বন্দুকের গুলিতে ছয়জন গুলিবিদ্ধ হয়েছেন।

মঙ্গলবার (১০ মে) দুপুর সাড়ে ১২টায় ইউনিয়নের ময়নার দোকানের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে সদর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সদস্য এনাম আহমদের সঙ্গে (৪০) ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এম হাকিম সুন্দর বকসের (৫৫) তর্ক হয়। এর একপর্যায়ে হাকিম সুন্দর বকস তার লাইসেন্স করা দো-নলা বন্দুক দিয়ে এলোপাতারি গুলি করলে ছয়জন গুলিবিদ্ধ হয়।

এরা হলেন, একই ইউনিয়নের দত্তগ্রামের বাসিন্দা আতিকুর রহমান (৪০), সোহেল মিয়া (৩৫), জুয়েল মিয়া (৩৩), জিয়াউর রহমান (৩৪), বেলাল আহমদ (৩৩) ও নাজেল মিয়া (২৯)। তাদের প্রথমে মৌলভীবাজার সদর হাসপাতালে ও পরে সিলেটের ওসমানী মেডিকেলে কলেজ হাসপাতালে পাঠানো হয়।  

রাজনগর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) রাজিব আহমদ বাংলানিউজকে জানান, এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। তবে থানায় মামলার প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, মে ১০, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।