ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

বিএনপি

না.গঞ্জে যুবদলের মিছিলে পুলিশের বাধা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩০ ঘণ্টা, মে ১৩, ২০১৬
না.গঞ্জে যুবদলের মিছিলে পুলিশের বাধা

নারায়ণগঞ্জ: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে চার্জশিটের প্রতিবাদে নারায়ণগঞ্জে জেলা যুবদলের মিছিলে বাধা দিয়েছে পুলিশ।

শুক্রবার (১৩ মে) দুপুরে জুমার নামাজের আগে শহরের দেওভোগ শুক্কুরকারী মসজিদ এলাকা থেকে মিছিলটি বের করা হয়।

জেলা যুবদলের সভাপতি মোশাররফ হোসেনের নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল বের করেন নেতাকর্মীরা। পরে মিছিলটি জেলা বিএনপি কার্যালয়ের দিকে যেতে চাইলে মিন্নত আলী মাজার মসজিদের সামনে পুলিশ তাদের বাধা দেয়। এ সময় পুলিশের সঙ্গে নেতাকর্মীদের ধাক্কাধাক্কি হয়।

এ সময় অন্যদের মধ্যে জেলা যুবদলের সহ-সভাপতি আব্দুর কাদির, ফতুল্লা থানা যুবদলের সভাপতি শহিদুল ইসলাম টিটু, আড়াইহাজার  থানা যুবদলের আহ্বায়ক জুয়েল, ফতুল্লা  থানা যুবদলের সেক্রেটারি মাসুদুর রহমান, আড়াইহাজার থানা যুবদলের লাভলু, যুবদল নেতা আব্দুল, কাঁচপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক নাজমুল হক, কাশিপুর ইউপি যুবদল নেতা ইকবাল হোসেন সৈকত প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, মে ১৩, ২০১৬
এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।