ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

বিএনপি

ফেনীতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৩ ঘণ্টা, মে ১৪, ২০১৬
ফেনীতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ছবি-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ফেনী: রাজধানীর দারুস সালাম থানার পৃথক দুই মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগপত্র দাখিলের প্রতিবাদে ফেনীতে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল।

জেলা ছাত্রদলের ব্যানারে শনিবার (১৪ মে) দুপুর সাড়ে ১২টায় ফেনী শহরের সমবায় সুপার মার্কেট থেকে মিছিল বের হয়।

মিছিলটি শহরের এসএসকে রোড়, ট্রাংকরোড়, শহর পুলিশ ফাঁড়ি অতিক্রম করে রামপুর রাস্তার মাথায় গিয়ে শেষ হয়। এতে নেতৃত্ব দেন জেলা ছাত্রদলের সভাপতি নইমুল্লাহ চৌধুরী বরাত, সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন মামুন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি কফিল উদ্দিন মামুন।

মিছিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফেনী সদর থানা ছাত্রদলের আহ্বায়ক মনজুর হোসেন, যুগ্ম আহ্বায়ক করিমুল হক সুমন, জেলা ছাত্রদল নেতা সোহাগ, সুজন, সেন্টু, পৌর ছাত্রদল নেতা আরফি, জুয়েল, আলমগীর ও সুমন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১২৫৭ ঘণ্টা, মে ১৪, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।