ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

বিএনপি

লাঠিচার্জে মুন্সীগঞ্জ বিএনপির সভাপতি-সম্পাদকসহ আহত ৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৫ ঘণ্টা, মে ১৫, ২০১৬
লাঠিচার্জে মুন্সীগঞ্জ বিএনপির সভাপতি-সম্পাদকসহ আহত ৫ ছবি-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জ শহরের থানারপুল মোড় এলাকায় পুলিশের লাঠিচার্জে জেলা বিএনপির সভাপতি আব্দুল হাইসহ ৫ নেতাকর্মী আহত হয়েছেন।

রোববার (১৫ মে) বিকেলে দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিল বের করলে পুলিশের নেতাকর্মীদের লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয়।

আহত অন্যরা হলেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আজগর রিপন মল্লিক, জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক আব্দুল আজিম স্বপন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মাসুদ রানা ও শহর ছাত্রদলের সহ সভাপতি শফিকুল হাসান তুষার।

জেলা বিএনপির সভাপতি আব্দুল হাই জানান, সারাদেশের বিক্ষোভ মিছিলের অংশ হিসেবে বিকেল ৫টার দিকে থানারপুল এলাকার দলীয় কার্যালয়ের সামনে থেকে তারা মিছিল বের করেন। পুলিশ তাদের মিছিলে লাঠিচার্জ করলে তারা কয়েকজন আহত হন।

এ সময় পুলিশ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মাসুদ রানাকে আটক করলেও পরে ছেড়ে দেয়।

এ ব্যাপারে মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  ইউনুচ আলী বাংলানিউজকে বলেন, মিছিলে লাঠিচার্জ করা হয়নি। তারা মিছিল বের করলে পুলিশ বাঁধা দেয়। এ সময় হাতাহাতি হয়েছে।

বাংলাদেশ সময়: ২০৪১ ঘণ্টা, মে ১৫, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।