ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

বিএনপি

সড়ক দুর্ঘটনায় ছাত্রদল নেতা তৌহিদের মৃত্যুতে কেন্দ্রের শোক

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৫ ঘণ্টা, মে ১৯, ২০১৬
সড়ক দুর্ঘটনায় ছাত্রদল নেতা তৌহিদের মৃত্যুতে কেন্দ্রের শোক

ঢাকা: সড়ক দুর্ঘটনায় চট্টগ্রাম মহানগর ছাত্রদল নেতা তৌহিদ আহমেদ বাপ্পীর অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে কেন্দ্রীয় ছাত্রদল।

বৃহস্পতিবার (১৯ মে) ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাজিব আহসান ও সাধারণ সম্পাদক মো. আকরামুল হাসান এক বিবৃতিতে এ শোক প্রকাশ করেন।

নেতারা অবিলম্বে ঘাতক ট্রাকলরির চালককে আটক করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। একই সঙ্গে মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
 
এদিন সকালে পাহাড়তলী কাঁচা রাস্তার মাথায় ট্রাকলরি পেছন থেকে তার মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ২০০৬ ঘণ্টা, মে ১৯, ২০১৬
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।