ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

বিএনপি

ইসিতে যাচ্ছে বিএনপির প্রতিনিধি দল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪২ ঘণ্টা, মে ২৫, ২০১৬
ইসিতে যাচ্ছে বিএনপির প্রতিনিধি দল

ঢাকা: নির্বাচন নিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদের সঙ্গে সাক্ষা‍ৎ করতে বিএনপির একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনে (ইসি) যাচ্ছে।

দলটির মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান বাংলানিউজকে এ তথ্য জানান।



তিনি বলেন, বিএনপি নেতা আব্দুল্লাহ আল নোমানের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল দুপুর ২টায় সিইসির সঙ্গে সাক্ষাৎ করবেন। এতে চলমান নির্বাচনের অনিয়ম নিয়ে অভিযোগ দাখিল ও এর প্রতিকার নিয়ে কথা বলবেন তারা।

বুধবার (২৫ মে) সকাল থেকে দেশের নয়টি পৌরসভায় ভোটগ্রহণ করছে নির্বাচন কমিশন। আগামী ২৮ মে দেশের ৭২৯টি ইউনিয়ন পরিষদ নির্বাচন রয়েছে।

বাংলাদেশ সময়: ১২৩৭ ঘণ্টা, মে ২৫, ২০১৬
ইইউডি/এএ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।