ঢাকা, মঙ্গলবার, ৩০ পৌষ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

বিএনপি

ছাগলনাইয়ায় বিএনপি নেতার মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫২ ঘণ্টা, মে ২৭, ২০১৬
ছাগলনাইয়ায় বিএনপি নেতার মরদেহ উদ্ধার ছবি-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ফেনী: ফেনীর ছাগলনাইয়া ‍উপজেলায় খাল থেকে নিখোঁজ থাকা বিএনপির নেতা একরামুল হক মজুমদারের (৬০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২৭ মে) সকাল ৭টার দিকে ছাগলনাইয়া পৌরসভার হিছাছড়া এলাকার একটি খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

মৃত একরামুল হক হিছাছড়া ওয়ার্ড বিএনপির সভাপতি ও পৌর বিএনপির সদস্য। তিনি ওই এলাকার মজুমদার বাড়ির মৃত বেলাল হোসেন মজুমদারের ছেল।

এর আগে বৃহস্পতিবার (২৬ মে) দুপুর সাড়ে ১২টার দিকে তিনি নিখোঁজ হন।

স্থানীয়রা জানায়, বুধবার (২৫ মে) অনুষ্ঠিত হওয়া ছাগলনাইয়া পৌর নির্বাচনে একরামুল হক বিএনপির প্রার্থী আবদুল হাদীর পক্ষে কাজ করেন। তিনি আওয়ামী লীগের প্রার্থী মাওলানা রফিকের বিরুদ্ধে কাজ করায় এ হত্যাকাণ্ড ঘটতে পারে।

ছাগলনাইয়া থানার পরিদর্শক (ওসি) রাশেদ খান চৌধুরী বাংলানিউজকে জানান, মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ বলা যাবে।

বাংলাদেশ সময়: ১০৪৭ ঘণ্টা, মে ২৭, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।