ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

বিএনপি

ইউপি নির্বাচন

দাগনভূঞায় বিএনপি প্রার্থীর বাড়িতে ককটেল হামলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৮ ঘণ্টা, মে ২৮, ২০১৬
দাগনভূঞায় বিএনপি প্রার্থীর বাড়িতে ককটেল হামলা

ফেনী: ফেনীর দাগনভূঞা উপজেলার মাতুভূঞা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রাথী মোহাম্মদ নাছির উদ্দিনের বাড়িতে ককটেল হামলা হয়েছে।
 
শুক্রবার (২৭ মে) দিবাগত রাত ১টার দিকে দুর্বৃত্তরা এ হামলা চালায়।

তবে এতে কেউ হতাহত হয়নি জানিয়ে চেয়ারম্যান প্রার্থী নাসির উদ্দিন বলেন, শনিবারের (২৮ মে) নির্বাচনকে ঘিরে এলাকায় বহিরাগত সন্ত্রাসীদের জড়ো করেছে সরকার দলীয় প্রার্থী। তারাই এ হামলা করেছে।

অভিযোগ অস্বীকার করে আওয়ামী লীগের প্রার্থী আবদুল্লাহ আল মামুন বাংলানিউজকে বলেন, বিএনপি প্রার্থীর জনপ্রিয়তা নাই দেখে তিনি নির্বাচন থেকে সরে যেতে নাটক সাজাচ্ছেন।

দাগনভূঞা থানার পরিদর্শক আসলাম হোসেন বাংলানিউজকে জানান, তিনি ঘটনাটি শুনেছেন। নির্বাচনকে কেন্দ্র করে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

বাংলাদেশ সময়: ০৮২৫ ঘণ্টা, মে ২৮, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।