ঢাকা, সোমবার, ২২ বৈশাখ ১৪৩২, ০৫ মে ২০২৫, ০৭ জিলকদ ১৪৪৬

বিএনপি

সাঘাটায় বিএনপি প্রার্থীর নির্বাচন বর্জন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৪৪, জুন ৪, ২০১৬
সাঘাটায় বিএনপি প্রার্থীর নির্বাচন বর্জন ছবি-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গাইবান্ধা: গাইবান্ধার সাঘাটা উপজেলার কামালেরপাড়া ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ভোট বর্জন করেছেন বিএনপির মনোনীত চেয়ারম্যান প্রার্থী মতলুবর রহমান রেজা।

শনিবার (০৪ জুন) সকাল ১০টার দিকে ইউপির বারকোনা উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে তিনি এ ঘোষণা দেন।

এ সময় তিনি অভিযোগ করেন, ভোটগ্রহণ শুরু থেকে বিভিন্ন ভোট কারচুপি ও ব্যালটে ছিল মারছে সরকারদলীয় প্রার্থীর লোকজন। কিন্তু প্রশাসন ভূমিকা পালন না করে সরকারদলীয় প্রার্থীর পক্ষে কাজ করছে। তাই তিনি ভোট বর্জন করছেন।

তবে বারকোনা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার রফিকুল ইসলাম অনিয়মের অভিযোগ অস্বীকার করে বাংলানিউজকে বলেন, ভোটগ্রহণ সুষ্ঠুভাবে হচ্ছে। বিএনপির প্রার্থীর ভোট বর্জনের কোনো  লিখিত অভিযোগ তিনি পাননি।

বাংলাদেশ সময়: ১০৩৭ ঘণ্টা, জুন ০৪, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।