ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

বিএনপি

‘ক্ষমতাসীনের বিষাক্ত সন্ত্রাসে ইউপি নির্বাচন সমাপ্ত হলো’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০০ ঘণ্টা, জুন ৪, ২০১৬
‘ক্ষমতাসীনের বিষাক্ত সন্ত্রাসে ইউপি নির্বাচন সমাপ্ত হলো’

ঢাকা: ক্ষমতাসীন সরকারের বিষাক্ত সন্ত্রাসে দীর্ণ হয়ে ছয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন শেষ হয়ে গেছে বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

 

শনিবার (০৪ জুন) সকালে রাজধানীতে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে শেষ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

রিজভী বলেন, ছয়টি ধাপের নির্বাচনে রক্ত বয়েছে। সন্ত্রাসের মাধ্যমে একরতফা নির্বাচনী ফসল আওয়ামী লীগ নিজেদের গোলায় নিয়েছে। ক্ষমতাসীনগোষ্ঠী ইউপি নির্বাচনকে এক বিশেষ পরিবেশ দান করেছে। বেপোরোয়া হানাহানি, প্রাণসংহার, প্রতিপক্ষের ওপর আক্রমণ, বোমা বিস্ফোরণ- সব মিলিয়ে এক চরম অরাজকতার মধ্যে ইউপি নির্বাচনগুলো অনুষ্ঠিত হয়েছে।

শুরু থেকে নানা অভিযোগের পরও বিএনপির শেষ পর্যন্ত নির্বাচনে থাকার কারণ সম্পর্কে জানতে চাইলে সংবাদিকদের এই সিনিয়র নেতা বলেন, এই সরকারের চরিত্র ও স্বৈরাচারী রূপ তুলে ধরার চেষ্টা করেছি এবার নির্বাচনের মাধ্যমে। নির্বাচনে অংশ না নিলে সেটি প্রকাশ পেতো না। গণতন্ত্রের পরিসর প্রসারিত করতে নির্বাচনে শেষ পর্যন্ত অংশ নেওয়া বিএনপির। একই সঙ্গে সরকারের ভয়াবহ রূপও তুলে ধরতে সক্ষম হয়েছি এবার পূর্ণ অংশগ্রহণের মাধ্যমে।

এ নির্বাচনের মাধ্যমে সরকারের বিভৎস নিষ্ঠুর পাশবিক বর্বরতা ফুটে উঠেছে বলেও মত দেন  রিজভী।

শেষ ধাপের নির্বাচনী সহিংসতা তুলে ধরে বিএনপির এ নেতা আরও বলেন, ষষ্ঠধাপে নির্বাচনে- ফেনী, নোয়াখালী, গাইবান্ধা, লক্ষ্মীপুর, ফরিদপুর, রাঙ্গামাটিসহ বিভিন্ন জেলার ইউপিতে ব্যাপক অনিয়ম, ব্যালটবাক্স ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। সরকারি দলের প্রার্থী-সমর্থকরা তাণ্ডব সৃষ্টি করে ভীতিকর পরিবেশ তৈরি করেছে। বিএনপি প্রার্থীর উপর নিপীড়ন নির্যাতনের যে কত পদ্ধতি থাকতে পারে তা প্রয়োগ করছে ক্ষমতাসীন ক্যাডাররা।

এ সময় আরও উপস্থিত ছিলেন, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খাইরুল কবির খোকন, বিএনপি চেয়ারপারসনের আইনজীবী অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৩৫৬ ঘণ্টা, জুন ০৪, ২০১৬
এমসি/জিসিপি/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।