ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিএনপি

‘প্রতিক্রিয়াশীল’ শব্দটি অর্থমন্ত্রীর বোধগম্য নয়: রিজভী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৬ ঘণ্টা, জুন ৪, ২০১৬
‘প্রতিক্রিয়াশীল’ শব্দটি অর্থমন্ত্রীর বোধগম্য নয়: রিজভী

ঢাকা: ‘প্রতিক্রিয়াশীল’ শব্দটি অর্থমন্ত্রীর ‘বোধগম্য’ নয় বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রহুল কবির রিজভী আহমেদ। বাজেট নিয়ে বিএনপির তৎক্ষণাৎ দেওয়া প্রতিক্রিয়ায় অর্থমন্ত্রীর সমালোচনা প্রসঙ্গে তিনি এ মন্তব্য করেন।



শনিবার (৪ জুন) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে শেষ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তৃতা করছিলেন রিজভী।

গত বৃহস্পতিবার (২ জুন) সংসদে অর্থমন্ত্রীর বাজেট উত্থাপনের পর তৎক্ষণাৎ প্রতিক্রিয়ায় রুহুল কবির রিজভী বলেন, ‘এবারের বাজেট গণবিরোধী। এটা প্রতিক্রিয়াশীল বাজেট। ’ শুক্রবার (৩ জুন) বাজেট পরবর্তী অর্থমন্ত্রী বলেন, ‘বিএনপি এই মুহূর্তে কোনো রাজনৈতিক দলের পর্যায়েই পড়ে না। তারা বাজেট শোনেও নি, দেখেও নি। ‘

অর্থমন্ত্রীর সমালোচনার ব্যাখ্যা দিয়ে রিজভী বলেন, ‘আমাদের বক্তব্য হয়তো বয়স্ক অর্থমন্ত্রী উপলব্ধি করতে পারেননি। কারণ তার কোনো রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড নেই। তিনি ছিলেন আমলা এবং উচ্চ পদস্থ কর্মকর্তা। সেখান থেকেই তিনি মন্ত্রী হয়েছেন। এ কারণেই প্রতিক্রিয়াশীল শব্দ তার কাছে বোধগম্য হয়নি। দক্ষ রাজনীতিবিদরা এ বক্তব্যটি বুঝতে পেরেছেন। ’

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব বলেন, ‘আসলেই এই বাজেট গণবিরোধী। এটা লুটেরাদের বাজেট। কেননা, আপনি আটার দাম বাড়াবেন, কৃষি যন্ত্রের দাম বাড়াবেন, এটা কি গণবিরোধী নয়?’

রিজভী বলেন, ‘অর্থমন্ত্রী বাজেট বক্তৃতায় বলেছেন, দেশে বেকার নাকি ৪ শতাংশ, যা ভিত্তিহীন। এ ধরনের অনেক অসঙ্গতিপূর্ণ বক্তব্য তিনি দিয়েছেন। কমপক্ষে এ হার ২২ থেকে ২৪ শতাংশ হবে। ’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, গণশিক্ষা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫৩৯ ঘণ্টা, জুন ০৪, ২০১৬
এমসি/জিসিপি/এইচএ/

**‘ক্ষমতাসীনের বিষাক্ত সন্ত্রাসে ইউপি নির্বাচন সমাপ্ত হলো’

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।