ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

বিএনপি

রমজানে খালেদার ইফতার সূচি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০০ ঘণ্টা, জুন ৬, ২০১৬
রমজানে খালেদার ইফতার সূচি

ঢাকা: প্রতি বছরের মতো এবারও রমজানে এতিম-আলেম-ওলামা, রাজনীতিক, শিল্পী-কবি-সাহিত্যিক-সাংবাদিকসহ বিশিষ্টজন ও কূটনীতিকদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করেছেন বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।
 
অন্যদিকে ২০ দলীয় জোটের বিভিন্ন শরিকদল, বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন এবং ‌বিএনপিপন্থি বেশ কয়েকটি সংগঠনের ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন তিনি।


 
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান বাংলানিউজকে সোমবার (৬ জুন) জানান, প্রথম রোজায় খালেদা জিয়া ইফতার করবেন এতিম দুস্থ ও আলেমদের সঙ্গে।
 
রাজধানীর লেডিস ক্লাবে আয়োজিত ওই ইফতার মাহফিলে বেশ কয়েকটি মাদ্রাসার শিক্ষার্থী, এতিম, দুস্থ ও শিক্ষকরা অংশ নেবেন।
 
এরপর ৯ জুন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন খালেদা। সুপ্রিমকোর্ট মিলনায়তনে এ ইফতার মাহফিল হবে।
 
আগামী ১১ জুন রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি অব বসুন্ধরার (আইসিসিবি) নবরাত্রি হলে রাজনীতিবিদদের সম্মানে ইফতার মাহফিলে আয়োজন করেছেন বিএনপি চেয়ারপারসন।
 
প্রধান রাজনৈতিক প্রতিপক্ষ বাংলাদেশ আওয়ামী লীগ, ২০ দলীয় জোটের শরিকদল  এবং দেশের বিভিন্ন দলের প্রধান ও শীর্ষ নেতাদের এরই মধ্যে দাওয়াত দিয়েছেন তিনি।  
 
পরের দিন ১২ জুন একই স্থানে (আইসিসিবি) শিল্পী-কবি-সাহিত্যিক-সাংবাদিকসহ বিশিষ্টজনদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করেছেন খালেদা জিয়া।
 
আগামী ১৩ জুন রাজধানীর ওয়েস্টিন হোটেলে বাংলাদেশে অবস্থানরত বিভিন্ন দেশের কূটনৈতিকদের সঙ্গে ইফতার করবেন তিনি।
 
১৪ জুন অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এইবি) আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন খালেদা জিয়া।
 
পরের দিন ১৫ জুন ঢাকা লেডিস ক্লাবে আয়োজিত ইফতার মাহফিলে অংশ নেবেন তিনি। ২০ দলীয় জোটের অন্যতম শরিক জাতীয় পার্টি (কাজী জাফর) এ ইফতার মাহফিলের আয়োজন করবে।
 
আগামী ১৬ জুন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) ইফতার মাহফিলে অংশ নেবেন খালেদা।
 
এছাড়া ১০ জুন ২০ দলীয় জোটের অন্যতম শরিক খেলাফত মজলিশ ইফতার মাহফিলের আয়োজন করেছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
 
বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, জুন ০৬, ২০১৬
এজেড/এএ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।