ঢাকা: দেশের প্রতিটি মানুষ আতঙ্ক ও উদ্বেগের মধ্যে আছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার (১০ জুন) রাজধানীর একটি হোটেলে ২০ দলীয় জোটের অন্যতম শরিক খেলাফত মজলিস আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
ফখরুল ইসলাম আলমগীর বলেন, কেবল নাস্তিক আর ব্লগাররা নন, ধর্মে বিশ্বাসী মানুষগুলোও আজ নিরাপত্তাহীনতায় ভুগছেন। যারা ধর্মে বিশ্বাস করেন, ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করেন, তারাও আজ গুপ্ত হত্যার শিকার হচ্ছেন। কোনো ধর্মের মানুষই আজ নিরাপদ নয়।
তিনি প্রশ্ন তোলেন, ব্লগার হত্যার পর যারা এর দায় ইসলামী জঙ্গিদের ওপর চাপিয়ে দেন, ইসলাম ধর্মে বিশ্বাসী ধর্মগুরু হত্যার পর এর দায় কাদের ওপর চাপাবেন তারা?
সরকার আলেম-ওলামাদের ওপর খড়গ হয়েছে অভিযোগ করে ফখরুল বলেন, ক্ষমতায় আসার পর পরই এই সরকার আলেম-ওলামাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে, গ্রেফতার করেছে সর্বপরি চরম শাস্তির ব্যবস্থা করেছে।
ভিন্ন মতের মানুষদের সরকার সহ্য করতে পারছে না বলেও অভিযোগ করেন তিনি। ফখরুল বলেন, যারাই এই সরকারের বিরোধিতা করছে, তাদের ওপরেই নেমে আসছে ভয়াবহ নির্যাতন। সাংবাদিক শফিক রেহমন, মাহমুদুর রহমান শওকত মাহমুদ কেবল সত্য কথা বলার জন্য দীর্ঘদিন ধরে কারাগারে আটকে আছেন।
খেলাফত মজলিসের নায়েবে আমীর মাওলানা জোবায়ের আহমেদ চৌধুরীর সভাপতিত্বে অন্যদের মধ্যে ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন দলটির মহাসচিব ড. আহমেদ আবদুল কাদের, ২০ দলীয় জোটের অন্যতম শরিক জাগপার সভাপতি শফউল আলম প্রধান, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির (এনডিপি) সভাপতি খন্দকার গোলাম মোর্ত্তজা, বাংলাদেশ মুসলীম লীগের চেয়ারম্যান এইচ এম কারুজ্জামান, লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, বাংলাদেশ ন্যাপের মহাসচিব গোলাম মোস্তফা ভুইয়া, এনপিপির সভাপতি ড. ফরিদুজ্জামান ফরহাদ, জাতীয় পার্টির (কাজী জাফর) সহ-সভাপতি আহসান হাবীব লিংকন, ডেমোক্রেটিক লীগের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহদে মণি, এলডিপির মহাসচিব ড. রেদওয়ান আহমেদ, কল্যাণ পার্টির যুগ্ম মহাসচিব নুরুল কবির ভূইয়া, খেলাফত মজলিসের নায়েবে আমীর মুজিবুর রহমান পেশয়ারি, বাংলাদেশ সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক কমরেড সাঈদ আহমেদ প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৯৪৬ ঘণ্টা, জুন ১০, ২০১৬
এজেড/আইএ