ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

বিএনপি

খুলনা জেলা বিএনপির ইফতার মাহফিল অনুষ্ঠিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৪ ঘণ্টা, জুন ১১, ২০১৬
খুলনা জেলা বিএনপির ইফতার মাহফিল অনুষ্ঠিত

খুলনা: বিশিষ্টজনদের সম্মানে খুলনা জেলা বিএনপির ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১১ জুন) খুলনা ক্লাব মিলনায়তনে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম মনার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য আব্দুল আউয়াল মিন্টু। ।

ইফতার পূর্ব বক্তৃতায় তিনি বলেন, বিএনপি কোনো সংকটের মধ্যে নেই। সংকটে রয়েছে পুরো দেশ এবং যারা সরকার পরিচালনা করছেন তারা।

এর আগে কোরআন তেলোয়াত করেন মাওলানা নজরুল ইসলাম। দোয়া পরিচালনা করেন জেলা উলামাদল নেতা মাওলানা ফারুক হোসাইন।

ইফতার মাহফিলে খুলনা জেলা ও মহানগর বিএনপিসহ ২০ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী এবং বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, জুন ১১, ২০১৬
এমআরএম/এএ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।