ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিএনপি

নাশকতার ২ মামলায় শওকত মাহমুদের জামিন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৯ ঘণ্টা, জুন ১৪, ২০১৬
নাশকতার ২ মামলায় শওকত মাহমুদের জামিন

ঢাকা: নাশকতার দুই মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি (একাংশ) শওকত মাহমুদ।

 

মঙ্গলবার (১৪ জুন) বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের হাইকোর্ট বেঞ্চ জামিন আবেদন মঞ্জুর করেন।

আদালতে আসামির পক্ষে শুনানি করেন খন্দকার মাহবুব হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ এ কে এম মনিরুজ্জামান কবির।

সরকার বিরোধী আন্দোলনের সময় যাত্রবাড়ী ও বাড্ডা থানায় দু’টি মামলা করে পুলিশ। ২০১৫ সালের ১৮ আগস্ট রাজধানীর পান্থপথের সামারাই কনভেনশন সেন্টারের গেট থেকে ডিবি পুলিশ শওকত মাহমুদকে আটক করে। সেই থেকে কারাবন্দী রয়েছেন শওকত মাহমুদ।

বাংলাদেশ সময়: ১৬৫৬ ঘণ্টা, জুন ১৪, ২০১৬
ইএস/জিসিপি/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।