ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিএনপি

নেত্রকোনায় বিএনপির ৩৮ নেতাকর্মী কারাগারে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৯ ঘণ্টা, জুন ১৪, ২০১৬
নেত্রকোনায় বিএনপির ৩৮ নেতাকর্মী কারাগারে

নেত্রকোনা: নির্বাচনী সহিংসতার ঘটনায় দায়েরকৃত মামলায় নেত্রকোনায় বিএনপির ৩৮ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত।  তবে, একই মামলায় অন্য ২৩ আসামির জামিন মঞ্জুর করা হয়েছে।

 

মঙ্গলবার (১৪ জুন) সন্ধ্যায় আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক আলমগীর কবীর শিপন।  

আদালত সূত্র জানায়, আমতলা ইউপি নির্বাচনের প্রচার প্রচারণার সময় বিএনপি মনোনীত প্রার্থী শফিউল্লাহ্ সমর্থকরা শনিবার (২৮ মে) দিনগত রাতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আলতাবুর রহমানের নির্বাচনী একটি ক্যাম্প ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়।  

এ ঘটনায় রোববার (২৯ মে) বিএনপির ৬১ নেতাকর্মীর বিরুদ্ধে আ.লীগ প্রার্থী আলতাবুর বাদী হয়ে দ্রুত বিচার আইনে নেত্রকোনা মডেল থানায় একটি মামলা দায়ের করেন।

বাংলাদেশ সময়: ২০২৬ ঘণ্টা, জুন ১৪, ২০১৬
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।