ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিএনপি

বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ফরম বিতরণ

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫২ ঘণ্টা, জুন ১৪, ২০১৬
বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ফরম বিতরণ

ঢাকা: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার ফরম বিতরণ করা হয়েছে।

ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার (১৪ জুন) যেসব বিশ্ববিদ্যালয়ে ফরম বিতরণ করা হয় সেগুলো হলো, এশিয়ান ইউনিভার্সিটি, বিইউবিএটি ইউনিভার্সিটি, উত্তরা ইউনিভার্সিটি, শান্তা মরিয়াম ইউনিভার্সিটি, সাউথ এশিয়া ইউনিভার্সিটি, বিজিএমইএ ইউনিভার্সিটি।

রাজধানীর নয়া পল্টনে ছাত্রদলের কেন্দ্রীয় কার্য‍ালয়ে ফরম বিতরণের আয়োজন করা হয়। বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি মো. মোক্তাদির হোসেন তরুর সভাপতিত্বে সাধারণ সম্পাদক মাহাতাব উদ্দিন জিমি’র পরিচালনায় বক্তব্য রাখেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের দফতর সম্পাদক মো. আবদুস সাত্তার পাটোয়ারী, সহ-দফতর সম্পাদক রেজা মৃদুল, ইশতিয়াক মাহমুদ মানিকসহ বেসরকারি বিশ্ববিদ্যালয় বিষয়ক সম্পাদক আকন আল মামুন, এস আর সোহেল, শামীম ইকবাল রিংকু।

এছাড়াও বক্তব্য রাখেন বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মো. বায়েজিদ, যুগ্ম সম্পাদক মশিউর হোসেন, রাজিবুল ইসলাম বিন্দু, সাংগঠনিক সম্পাদক অহিদুল ইসলাম অপু, প্রচার সস্পাদক জহুরুল ইসলাম ছনি প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, জুন ১৪, ২০১৬
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।