ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিএনপি

গাইবান্ধায় বিএনপির প্রতিবাদ সভা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩২ ঘণ্টা, জুন ১৮, ২০১৬
গাইবান্ধায় বিএনপির প্রতিবাদ সভা ছবি-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গাইবান্ধা: সারাদেশে দলীয় নেতাকর্মীদের গণগ্রেফতার ও মিথ্যা মামলার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গাইবান্ধায় বিএনপির প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ জুন) দুপুরে বিএনপির দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাড. মিজানুর রহমান মিজানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, আলমগীর সাদুল্যা দুদু, কামরুল হাসান সেলিম, ইলিয়াস হোসেন, মোশাররফ হোসেন বাবু, খন্দকার ওমর ফারুক সেলু, রফিকুল ইসলাম লুলু, অ্যাড. হানিফ বেলাল, মোর্শেদ বাবু, হুনান হক্কানী প্রমুখ।

এ সময় বক্তারা সাঁড়াশি অভিযানের নামে বিএনপির নেতাকর্মীদের গ্রেফতারের তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে তাদের মুক্তির দাবি করেন।

এছাড়া জেলা বিএনপির সভাপতি আনিসুজ্জামান খান বাবুসহ সব নেতাকর্মীর নিঃশর্ত মুক্তির দাবি জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৫২৭ ঘণ্টা, জুন ১৮, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।