ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিএনপি

‘জঙ্গির নামে বিএনপি নেতাদের গ্রেফতার করা হচ্ছে’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৬ ঘণ্টা, জুন ১৮, ২০১৬
‘জঙ্গির নামে বিএনপি নেতাদের গ্রেফতার করা হচ্ছে’ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ময়মনসিংহ: জঙ্গি দমনের নামে বিএনপি নেতা-কর্মীদের গণগ্রেফতার করা হচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির ময়মনসিংহ দক্ষিণ জেলা শাখার নেতারা।

শনিবার (১৮ জুন) দুপুরে শহরের হরি কিশোর রায় রোডের দলীয় কার্যালয়ের সামনে নগর বিএনপির এক প্রতিবাদ সমাবেশে তারা এ অভিযোগ করেন।

নগর বিএনপি’র সভাপতি অধ্যাপক শফিকুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে দক্ষিণ জেলা বিএনপির সভাপতি এ কে এম মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, নগর বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক শেখ আমজাদ আলী, সাংগঠনিক সম্পাদক মাহাবুব, বিএনপি নেতা রতন আকন্দ, কেন্দ্রীয় যুবদল নেতা লিটন আকন্দ প্রমুখ বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, সরকার স্বৈরাচারের মতো ক্ষমতায় ঠিকে থাকতে জঙ্গি দমনের নামে বিএনপি নেতা-কর্মীদের গণগ্রেফতার করছে।

এ ধরনের গণগ্রেফতার বন্ধ করে প্রকৃত দোষীদের ধরতে সরকারের প্রতি আহ্বান জানান তারা।

সরকার বাংলাদেশ সময়: ১৬৪৪ ঘন্টা, জুন ১৮, ২০১৬
এমএএএম/এনএইচএস/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।