ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিএনপি

খুলনায় বিএনপির বিক্ষোভ সমাবেশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৮ ঘণ্টা, জুন ১৮, ২০১৬
খুলনায় বিএনপির বিক্ষোভ সমাবেশ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খুলনা: সারাদেশে গণগ্রেফতারের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে খুলনায় বিক্ষোভ সমাবেশ করেছে দলের নেতাকর্মীরা।

শনিবার (১৮ জুন) দুপুরে পৃথকভাবে জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে নগরীর দলীয় কার্যালয়ের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও খুলনা মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জুর সভাপতিত্বে সমাবেশে খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, যুগ্ম সম্পাদক অধ্যক্ষ তারিকুল ইসলামসহ মহানগর নেতারা বক্তব্য রাখেন।

এছাড়া জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট গাজী আব্দুল বারীর সভাপতিত্বে আয়োজিত বিক্ষোভ সমাবেশে জেলা বিএনপির নেতা  আমির এজাজ খান, মনিরুজ্জামান মন্টু, খান আলী মুনসুর, এস এ রহমান বাবুল, শেখ আব্দুর রশীদ, আবু হোসেন বাবু, জি এম কামরুজ্জামান টুকু, মেজবাউল আলম, আশরাফুল আলম নান্নু প্রমুখ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা।

বাংলাদেশ সময়: ১৭১৭ ঘণ্টা, জুন ১৮, ২০১৬
এমআরএম/এনএইচএস/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।