ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিএনপি

ভোলা জেলা বিএনপির সাধারণ সম্পাদকের ইন্তেকাল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৬ ঘণ্টা, জুন ২০, ২০১৬
ভোলা জেলা বিএনপির সাধারণ সম্পাদকের ইন্তেকাল

ভোলা: ভোলা জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মো. ফারুক মিয়া ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লা...রাজেউন)।  

সোমবার (২০ জুন) বিকেল ৩টা ৪০ মিনিটে নিজ বাসভবনে তার মৃত্যু হয়।

 

মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৬৫) বছর। তিনি স্ত্রী, ২ ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।  

নিহতের পারিবারিক সূত্র জানায়, ফারুক মিয়া দীর্ঘদিন ধরে শ্বাসকষ্ট জনিত রোগে ভুগছিলেন। সোমবার তার নিজ বাড়ি পৌর ৭নং ওয়ার্ডের উকিলপাড়ায় হঠাৎ অসুস্থ হয়ে ইন্তেকাল করেন। ফারুক মিয়া দায়িত্বশীলতার সঙ্গে জেলা বিএনপি’র নেতৃত্ব দিয়ে আসছিলেন।

এদিকে, ফারুক মিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জেলা বিএনপি’র সভাপতি আলহাজ গোলাম নবী আলমগীরসহ বিএনপি ও বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতারা।

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, জুন ২০, ২০১৬
পিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।