ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিএনপি

গণত‌ন্ত্রের জানালা খু‌ললে জ‌ঙ্গিবাদ পরা‌জিত হ‌বে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৯ ঘণ্টা, জুন ২৫, ২০১৬
গণত‌ন্ত্রের জানালা খু‌ললে জ‌ঙ্গিবাদ পরা‌জিত হ‌বে ছবি: সুমন-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: জঙ্গিবা‌দ দমন না ক‌রে সরকা‌রি দল বিএন‌পি দম‌নে ব্যস্ত মন্তব্য ক‌রে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ব‌লেছে‌ন, ভিন্নমত পোষণকারী সবাইকে মিথ্যা মামলা দি‌য়ে কারাগা‌রে ভর‌ছে সরকার। তাবেলা হত্যার পরই সব রাজ‌নৈ‌তিক দল‌ নি‌য়ে কন‌ভেনশন ডাকার কথা আমরা ব‌লে‌ছিলাম।

‌কিন্তু তারা ব‌লছেন এখনও কন‌ভেনশন ডাকার সময় আ‌সে‌নি।

শনিবার (২৫ জুন) দুপুরে নয়াপল্ট‌নে জিয়া প‌রিষদ আ‌য়ো‌জিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. ম‌নিরুজ্জমান মিঞার স্মরণসভায় বক্তব্য রাখ‌ছি‌লেন তি‌নি।

‌বিএন‌পি মহাস‌চিব ব‌লেন, গণত‌ন্ত্রের দরজা জানালা খু‌লে দিন। জ‌ঙ্গিবাদ গণত‌ন্ত্রের কা‌ছে পরা‌জিত হ‌বে। মূল বিষয় থে‌কে জনগ‌ণের দৃ‌ষ্টি বারবার ভিন্নখাতে নেওয়া হ‌চ্ছে। তা‌দের একমাত্র উ‌দ্দেশ্য বি‌রোধীদল দমন করা।

এ অবস্থায় দে‌শের এক সময় বাঘ রাখা‌লের গ‌ল্পের ম‌তো প‌রিণ‌তি হ‌বে বলেও মন্তব্য করেন তিনি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সা‌বেক উপাচার্য অধ্যাপক এমাজউ‌দ্দীন আহমেদ ব‌লেন, দলীয়করণ এমন নগ্ন মাত্রায় করা হ‌চ্ছে যে ঢাকা বিশ্ব‌বিদ্যালয় তার গৌরব হারি‌য়ে ‌ফে‌লে‌ছে। দুই দশক আ‌গে ড. ম‌নিরুজ্জামা‌নের সম‌য়েও ঢাকা বিশ্ব‌বিদ্যালয় অ‌নেক গৌর‌বের ছি‌লো।

বাংলাদেশ সময়: ১৩৩৫ ঘণ্টা, জুন ২৫, ২০১৬
এসএ/এএ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।