ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিএনপি

নিখোঁজ ছাত্রদল নেতার পরিবারকে সহায়তা

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৫৬ ঘণ্টা, জুন ৩০, ২০১৬
নিখোঁজ ছাত্রদল নেতার পরিবারকে সহায়তা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: পবিত্র ঈদ‍ুল ফিতর উপলক্ষে পুরান ঢাকার বংশাল ও সূত্রাপূর থানায় নিহত ও নিখোঁজ সাত নেতা-কর্মীর পরিবারের পাশে দাঁড়ালেন কেন্দ্রীয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকার।

বুধবার (২৯ জুন) নিহত ও গুম হওয়া নেতাকর্মীদের স্বজনদের হাতে এ আর্থিক সহয়তা তুলে দেন তিনি।

গুম ও হত্যাকাণ্ডের শিকার নেতা-কর্মীরা হলেন-সূত্রাপুর থানা ছাত্রদলের সভাপতি সেলিম রেজা পিন্টু, সাংগঠনিক সম্পাদক সম্রাট মোল্লা, ৭৯ নম্বর ওয়ার্ডের সভাপতি খালেদ হাসান সোহেল, বংশাল থানা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মো. সোহেল, ৭১ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি জহির, সাধারণ সম্পাদক পারভেজ ও বংশাল থানা ছাত্রদলের সদস্য মো. চঞ্চল।

এ সময় আরও উপস্থিত ছিলেন বংশাল ও সূত্রাপুর থানা ছাত্রদলের নেতা-কর্মীরা।

বাংলাদেশ সময়: ০৩৫০ ঘণ্টা, জুন ৩০, ২০১৬
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।