ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিএনপি

বরিশালে বিএনপি নেত্রী শিরীনের ইফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৩৫ ঘণ্টা, জুন ৩০, ২০১৬
বরিশালে বিএনপি নেত্রী শিরীনের ইফতার ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বরিশাল: বরিশালে কর্মরত বিভিন্ন সংবাদমাধ্যমের সাংবাদিকদের নিয়ে ইফতার করলেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট বিলকিস জাহান শিরীন।

বুধবার (২৯ জুন) নগরীর রয়েল রেস্তোরাঁয় এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজস করা হয়।

ইফতার পূর্ব আলোচনায় শিরীন তার রাজনৈতিক দায়িত্ব পালনে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

এ সময় কোতয়ালি বিএনপির সাবেক সভাপতি আজিজুল হক আক্কাস, বাবুগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সামসুল আলম ফকির, সাবেক জেলা বিএনপির দফতর সম্পাদক মোস্তাফিজুর রহমান গোলাপ, মহানগর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জি এম আতায়ে রাব্বী, জেলা মহিলা দলের আহ্বায়ক আফরোজা খানম, মহানগর মহিলা দল সাধারণ সম্পাদক শামিমা আকবর প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ০৫৩১ ঘণ্টা, জুন ৩০, ২০১৬।
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।